নিউজ ডেস্ক : স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগকে সর্বতোভাবে পাশে থাকার আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করবে। পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্ত ও বৈষম্যমুক্ত সমাজ বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কাজ করবে।
শুক্রবার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ধর্মপ্রাণ হওয়ার জন্য সাম্প্রদায়িক হওয়ার প্রয়োজন নেই। আমরা একটা স্লোগান দেই ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই যার যার ধর্ম সে পালন করবে। সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে। এজন্যই বঙ্গবন্ধু বলেছেন, ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে গ্রহণ করা হবে। সেটিই আমরা করেছি। আমরা আশা করব ছাত্রলীগ সেই পথে হাঁটবে।’
তিনি আরো বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায় না। তাই ছাত্রলীগের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভা, সোরাবা মিয়া সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, উপতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নূর আল আমীন, উপপ্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপনাট্য ও বিতর্ক বিষয় সম্পাদক ইসরাত জাহান নূর ইভা, উপসামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ফাল্গুনী দাস তন্নী, এবং উপকর্মসংস্থান বিষয় সম্পাদক আহসান আহমেদ বাঁধন।
আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে সভায় অংশ নেয়। উক্ত সমাবেশে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
এবিডি/ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি/তিতাস টাইমস২৪






0 মন্তব্যসমূহ